ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বালুর স্তুপের  নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে বালুর স্তুপের  নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রাঘববাড়িয়া গ্রামে স্তুপ করে রাখা বালুর নিচে চাপা পড়ে শিশু আব্দুর রহমানের (৭) মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে। উল্লাপাড়া মডেল থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মঙ্গলবার দুপুরে ওই উপজেলার ফুলজোড় নদীর তীরে অবৈধভাবে স্তুপ করে রাখা বালুর পাশে ৩ শিশু খেলা করছিল। হঠাৎ বালুর স্তুপ ধ্বসে পড়লে তারা বালুর নিচে চাপা পড়ে। এতে শিশু মাসুদ রানা ও আব্দুল্লাহ বের হতে পারলেও আব্দুর রহমানের বালুর নিচে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়।

এ সময় বেঁচে যাওয়া ২ শিশুর কান্নাকাটিতে এলাকাবাসী এগিয়ে এসে বালু সড়িয়ে প্রায় ১ ঘন্টা পর তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এদিকে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসী কয়েকদিন আগে মানববন্ধন করলেও বিষয়টি সংশ্লিষ্টরা আমলে নেয়নি। নিহতের মা ছেলের হত্যাকারী অবৈধ বালু উত্তোলনকারীদের শাস্তি দাবী করেছেন।

মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত